Header Ads Widget


বিজিএমইএর সভাপতির শ্রমিক ছাঁটাইয়ের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন


সাভার প্রতিনিধি : শ্রমিক ছাটাই বন্ধ এবং বিজিএমইএর সভাপতির শ্রমিক ছাঁটাইয়ের বক্তব্য কান্ড জ্ঞানহীন বক্তব্য বলে দাবি করেছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃবৃন্দরা।

সোমবার (০৮ জুন ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাক কারখানায় শ্রমিক ছাটাই এবং বিজিএমইএর সভাপতির- শ্রমিক ছাঁটাইয়ের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এসময় নেতাকর্মীরা বিজিএমইএর বক্তব্য কান্ড জ্ঞানহীন বক্তব্য বলে দাবি করেন।

মানববন্ধনে নেতাকর্মীরা বলেন,সম্প্রতি সময়ে করোনাকে কেন্দ্র করে পোশাক কারখানায়  বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে অথচ সরকারি নির্দেশ ছিল করোনা মহামারীর সময়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না। নেতাকর্মীরা সরকারি নির্দেশ অমান্য কারীদের শাস্তি ও অনতিবিলম্বে শ্রমিক ছাটাই বন্ধ করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী জানান।

নেতাকর্মীরা আরও বলেন, আসন্য বাজেটে পোশাক  শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা ও রেশনিং ব্যবস্থা চালু করার দাবী জানান। শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধ না হলে গণতান্ত্রিক ভাবে আন্দোলনের হুশিয়ারি ব্যক্ত করে ছাঁটাই নির্যাতন অব্যাহত থাকলে শিল্প খাত অশান্ত হয়ে উঠতে পারে তার দায় দায়িত্ব মালিক সরকারের নিতে হবে বলে জানা।

মানববন্ধন কর্মসূচীতে সংগঠনটির সভাপতি শ্রমিক নেতা জনাব আবুল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তপন সাহা,মিজানুর রহমান, নাজমা বেগম, জাহিদুল ইসলাম বাদশা, পারভীন,শাহ্ আলম হোসাইন ছাঁটাইকৃত শ্রমিক,পারভীন। এসময় আরও উপস্থিত ছিলেন, আঞ্চলিক নেতা শফিকুল ইসলাম নেওয়াজ, রতন হোসেন মোতালেব,ছাঁটাইকৃত শ্রমিক, সজীব, জান্নাত আক্তার,শারমিন আক্তারসহ অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ