Header Ads Widget


গাজীপুরে নবজাতককে হাসপাতালে রেখে পালালেন মা


সংগৃহীত ছবি।
অনলাইন ডেস্ক:- গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নবজাতককে ভর্তি করে তার মা পালিয়ে গেছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেল শিশুটি ওই হাসপাতালের সমাজ সেবা কর্মকর্তার অধীনে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের সমাজ সেবা বিভাগের কর্মকর্তা মো. আব্দুল আউয়াল।
মো. আব্দুল আউয়াল জানান, শুক্রবার সকালে ওই নবজাতকের মা শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। ধারণা করা হয়, ভর্তির আড়াই ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। ভর্তি করানোর পর থেকে শিশুটির মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসপাতালের ভর্তি রেজিষ্টারে নবজাতকটির মায়ের নাম লিজা আক্তার, স্বামীর নাম মো. আনোয়ার হোসেন, ঠিকানা ভোগড়া বাইপাস লেখা রয়েছে। ভর্তি রেজিষ্টারে একটি মোবাইল নম্বর দেয়া থাকলেও তা বন্ধ রয়েছে। ঠিকানাটি ভুল বলে ধারণা করা হচ্ছে ।
নবজাতকের চিকিৎসা ও প্রযোজনীয় সবকিছু তিনি সরবরাহ করছেন বলে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ