অনলাইন ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগে দু’জনকে আটক করেছে গাছা থানার পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে গাছা থানায় মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও সদরের জাহানপাড়া গ্রামের মো. আব্বাস আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬) ও মুন্সিগঞ্জের লৌহজং থানার নরহিনপুর গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে জহিরুল ইসলাম বাবু (৪০)। তারা নগরীর বোর্ড বাজারের সাইনবোর্ড এলাকায় ভাড়া থাকেন।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদা দাবি করতেন। শনিবার গাজীপুরের একটি শিল্প কারখানার মালিককে ওই ব্যক্তি মেয়র পরিচয়ে এলাকার দুস্থদের ত্রাণ সহায়তার জন্য ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওই শিল্প মালিকের কাছে টাকার জন্য দুই ব্যক্তিকে পাঠান।
তিনি আরো বলেন, বিষয়টি ওই ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি পুলিশকে ঘটনাটি অবহিত করেন। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ওই দুই প্রতারককে নগরীর ছয়দানা এলাকা থেকে আটক করে। মেয়র পরিচয়দানকারী শরিয়তপুর জেলার সখিপুর থানার বাহাদরমুন্সি কান্দি গ্রামের মো. রফিকুল ইসলাম রফিক (৪২) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।
0 মন্তব্যসমূহ