অনলাইন ডেস্ক: গাজীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ জন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও নারায়ণগঞ্জ থেকে যাতে গাজীপুরে কেউ প্রবেশ করতে না পারেন, এ কারণে ওই লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ শনিবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল ইসলাম গাজীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন।
জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলা থেকে নদী ও সড়ক পথে লোকজন আসার চেষ্টা করছেন। তাই করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত গাজীপুর জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে প্রাণঘাতী কোভিড-১৯–এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় গাজীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ গাজীপুর জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত–উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবহির্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ শনিবার থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ