![]() |
ছবি: পিআইডি |
বৃহস্পতিবার সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের মধ্যে দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা যেন সুষ্ঠুভাবে হয়, সরকারি কর্মকর্তাদের তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি এ ব্যাপারে স্পষ্টভাবে বলতে চাই, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করি জনগণের জন্য। এই সঙ্কটকালে একটি মানুষও যেন খাবারের কষ্ট না পায়, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।
0 মন্তব্যসমূহ