অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের কারণে কুড়িগ্রামে হঠাৎ কর্মহীন দরিদ্রের সংখ্যা বেড়ে গেছে। ফলে জেলায় হতদরিদ্রের তালিকা বৃদ্ধি পেয়েছে।এই আপদকালিন সময়ে দরিদ্রদের বাঁচিয়ে রাখার স্বার্থে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান চলছে। এরই ধারাবাহিকতায় জাতীয় নারী দলের সাবেক ফুটবলার রেহেনা পারভীনও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।তিনি বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় শতাধিক দরিদ্র মানষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য তালিকায় চাল,আটা ও সবজি ছিল। এই সময়ে দরিদ্র মানুষের সহায়তায় তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
0 মন্তব্যসমূহ