Header Ads Widget


যে কারণে খালি পেটে জরুরি সিদ্ধান্ত নেবেন না

অনলাইন ডেস্ক: খালি পেটে ভুল করেও কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কারণ খালি পেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি বড় কোন ভুল করতে পারেন। গবেষণা করে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন সুইডেনের একদল গবেষক। এর পিছনে রয়েছে ঘ্রেলিন নামক একটি হরমোন। কারণ এই হরমোনটি সিদ্ধান্ত গ্রহণ এবং আবেগের উপরে নেতিবাচক প্রভাব ফেলে।
খালি পেটে থাকলে অথবা খাওয়ার আগে শরীরে এই হরমোনটির নিঃসরণ হয়। সুইডেনের গোটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের সার্লগ্রেনস্কা অ্যাকাডেমির গবেষকরা এমনটাই দাবি করেছেন।
তাদের মতে, গবেষণায় প্রমাণিত হয়েছে যে, খালি পেটে থাকলে অথবা খাওয়ার আগে শরীরে ঘ্রেলিন নিঃসরণের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। যার সরাসরি প্রভাবে মস্তিষ্ক আবেগতাড়িত হয়ে পড়ে এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। ইঁদুরদের উপরে নির্দিষ্ট কিছু পদ্ধতিতে গবেষণা চালিয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। ইঁদুরগুলোর মস্তিষ্কে ঘ্রেলিন হরমোনটি ঢুকিয়ে দিয়ে তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করেছিলেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ