Header Ads Widget


মূল্যায়ন


মাটিকে শাসন করে পরাক্রম রাজার মতন
মাটির গভীর থেকে তুলে আনে বাঁচার রসদ।
কাকডাকা ভোরে ওঠে ডুব দেয় কাজের ভেতর
গায়ে মেখে ধূলিকণা ঘরে তুলে সোনার ফসল।
চাহিদার ঢালা হাতে কৃষক করে না হা হুতাশ
রোদে পুড়ে জলে ভিজে সকলের খাবার জোগায়।
অথচ তারাই আজ উপবাসে প্রহর কাটায়
ফসল কাটার পর বেচে সব ঋণের জ্বালায়।
যাদের নখের নিচে ধূলিকণা লাগে না ভুলেও
কৃষককে শোষে খেয়ে তারা আছে রাজার মতন।
ফসল ফলিয়ে যদি ঋণ বাড়ে বছর বছর
কৃষক কী প্রয়োজনে মাঠে গিয়ে দিবে তার শ্রম?
কাটা হয়ে বিধে যদি ঘামে শ্রমে ফলানো ফসল
কৃষক কী জন্য তবে হাতে নিবে লাঙল কোদাল?
কৃষিকাজ ছুড়ে ফেলে যোগ দিবে নতুন পেশায়
বিনালাভে এ জগতে কে আছে তুলার বোঝা বয়?
কৃষক বিমুখ হলে হবে না মোটেও সুখকর
জেনে রেখো প্রসাধনী পোশাক ফ্যাশন আগে নয়।
সকলের ঊর্ধ্বে হোক অচতুর কৃষকের স্থান
কৃষকেরা কর্মগুণে মৃত্তিকার প্রকৃত সন্তান।

কবি - আলী এরশাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ