Header Ads Widget


নাম্বার ওয়ান, শাকিব খান (শাকিব খানের কাছ থেকে ১০ শিক্ষা)


গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, নাম্বার ওয়ান, শাকিব খান।
এই মোটো শাকিব খান শুরু থেকেই ফলো করেন। প্রশিক্ষকের দৃষ্টি ভংগি থেকে বলতে গেলে তিনি সবার আগে সৃষ্টিকর্তাকে রেখেছেন, এরপর এক জীবনে নম্বর ওয়ান হতে চেয়েছেন। এই জিনিসটাকে তিনি বার বার বলে বলে মুটামুটি এস্টাব্লিশ করে ফেলেছেন। সেই ফাকে নিজেও অটোমেটিক নম্বর ওয়ান হয়ে গেছেন।
এই মুহূর্তে দেশে যদি ১০ জন নায়ক থাকে, তাহলে ৯ জন নায়ক সারা বছর মুভি করে, যে পারিশ্রমিক পান, শাকিব খান এক মুভি থেকে তা নেন। হাজার অভিযোগ, বা হেটারের কমেন্ট উপেক্ষা করে তিনি কমার্শিয়াল মুভিতে এক ও অদ্বিতীয়।
শুরুর দিকে তিনি তৃতীয় নায়ক হিসেবে কাজ করেছেন। এরপর তিনি ঠিক করেন, পর্দায় সর্বোচ্চ সময় তাকে দেখাতে হবে, এর জন্যে তিনি স্বল্প বসনে সাপের ছবিও করেছেন। এরপর তিনি দ্বিতীয় নায়ক হন, বেশ কিছু বাজে সিনেমায় কাজ করেন।
এরপর ২০০৩ সাল থেকে তিনি মুটামুটি ভালো মুভিতে কাজ শুরু করেন। অপু বিশ্বাস ও সাহারকে সাথে নিয়ে তিনি একই ফরমুলার কয়েকশ মুভি করেন এবং কাকতালীয় ভাবে সব মুভিই হিট বা সুপার হিট। অধিকাংশ মুভির কাহিনী প্রায় এক হলেও প্রযোজক সব সময়ই খুশি ছিলো।
কারন বিনিয়োগ উঠিয়ে আনার চ্যালেঞ্জ অন্য কোন নায়ক নিতে পারে না। এরপর শাকিব খানের বর্তমান গ্রোথ সবারই জানা। তিনি দেশের একমাত্র নায়ক, যিনি নাটকের মতো সিনেমা করেন না, যার সিনেমা মুক্তি পেলে ৫০টা বন্ধ হল চালু হয়। তার কাছ থেকে ১০ টা জিনিস শেখার আছে।
১। সফল হতে হলে প্রথমে দুই স্টেপ পেছনে গিয়ে এরপর এগোতে হবে।
২। নিজেকে সকলের ভরসার জায়গা করতে হবে। কি পাবো, তার আগে নিশ্চিত করতে হবে, কি দিতে পারবো।
৩। নিজেকে যোগ্য করার জন্যে সময় দিতে হবে, প্রচুর বাজে অভিজ্ঞতা নিতে হবে।
৪। নিজের যেটা ভালো লাগে সেটাকে প্রায়োরিটি দিতে হবে।
৫। নেতিবাচকতা হজম করার মানসিকতা থাকতে হবে।
৬। যারা আমাকে ভালোবাসে তাদের জন্যে কাজ করতে হবে, যারা ভালোবাসে না, তারা ভালোবাসবেও না, কাজেই তাদের নিয়ে ভেবে লাভ নাই।
৭। অতীতের ভুল ত্রুটি মনে রেখে লাভ নেই, সেটা সেই সময়ে প্রয়োজন ছিলো, আর আজ যেটা করছি, সেটা এই সময়ে প্রয়োজন।
৮। রাজা সেই হয়, যে রাজনীতি বোঝে, সমাজনীতি বুঝে রাজনীতি হয় না। রাজনীতি না বুঝলে রাজা হওয়া যায় না।
৯। অন্য কেউ ঊঠতে পারছে না, এটা তাদের সমস্যা। আমার উত্থানও অনেকে আটকাতে চেয়েছিলো, কেউ পারেনি।
১০। নম্বর ওয়ান শাকিব খান, অনলি ওয়ান শাকিব খান। শাকিব খানকে টেক্কা দিতে গেলে তার চেয়ে বেটার কিছু করতে হবে। শাকিব খান সেটা বসে বসে দেখবে না।
কিঞ্চিত মেদস্থুলতা, বি গ্রেডের নায়িকাকে নিয়ে কাজ করা, একই ধরনের সিনেমা করা নানান অভিযোগ তার প্রতি, তবুও তার সুসস্থ ও দীর্ঘায়ু কামনা করি।
ব্যাক্তিগতভাবে আমার উনাকে দারুন লাগে না।তারপরও নেগেটিভ কোন দিক না গ্রহন করেও অনেক কিছু শেখার আছে কিন্তু,। যদি শিখতে চান আপনি...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ