Header Ads Widget


পা‌নি উন্নয়ন বো‌র্ডের বালি ভ‌র্তি জিও ব্যাগে রক্ষা পেল সরকারী আশ্রায়ন প্রকল্প

 

মা‌নিকগ‌ঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের দৌলতপু‌রের লাউতারা এলাকার পুরাতন ধ‌লেশ্বরী নদী তীর ঘে‌ষে সরকারী অর্থায়‌নে স্থা‌পিত লাউতারা আশ্রয়ন প্রকল্প নদী ভাঙ্গ‌নে হুম‌কি মু‌খে প‌ড়লে   পা‌নি উন্নয়ন বো‌র্ড কর্তৃক বালি ভ‌র্তি জিও ব্যাগ ফেলায় রক্ষা পাচ্ছে সরকারী আশ্রায়ন প্রকল্প। এতে স্ব‌স্তি পায় বসবাসরত অন্তত ২৫ টি গৃহহীন প‌রিবার। 

জানা যায়, গত চার বছর পূ‌র্বে সরকারী অর্থায়‌নে নিমার্ণ করা হয় এ আশ্রায়ন প্রকল্প। এ‌তে ২৫ টি প‌রিবার স্বাচ্ছ‌ন্দে বসবাস করতে থা‌কে। 

ই‌তিপূ‌র্বে পা‌নি উন্নয়ন বো‌র্ডের মাধ্য‌মে তিনটি ধা‌পে মোট ত্রিশ লক্ষ টাকা ব্য‌য়ে বা‌লি ভ‌র্তি জিও ব্যাগ ফে‌লে নদী ভাঙ্গন রোধ ক‌রে রক্ষা করা হয় এ আশ্রায়ন প্রকল্প। 

সম্প্র‌তি  নদী‌তে পা‌নি বৃদ্ধির ফ‌লে পুনরায় নদী ভাঙ্গন শুরু হলে নদী গ‌র্ভে বি‌লিন হওয়ার আশংকায় প‌ড়ে এ আশ্রায়ন প্রকল্প‌টি। এ‌তে শংঙ্কায় দিন কাটা‌তে থা‌কে আশ্রায়ন প্রক‌ল্পে বসবাসরত গৃহহীন প‌রিবারগু‌লো। 

 ২৬ সে‌প্টেম্বর তা‌রিখ হ‌তে পা‌নি উন্নয়ন বো‌র্ড কর্তৃক ২০ লক্ষ টাকা ব্য‌য়ে এ আশ্রায়ন প্রক‌ল্পের ভাঙ্গন অং‌শে বা‌লি ভ‌র্তি জিও ব্যাগ ফেলা শুরু করা হয়। এ‌তে নদী ভাঙ্গ‌নের কবল হ‌তে রক্ষা পাবে এ আশ্রায়ন প্রকল্প‌টি। পা‌নি উন্নয়ন বো‌র্ডের সহকারী প্র‌কৌশলী মোঃ সাইফুল জানান, এখা‌নে পাচ হাজার পাচশত টি বা‌লি ভ‌র্তি জিও ব্যাগ ফেলা হ‌বে এবং প্র‌তি‌টি বালি ভ‌র্তি জিও ব্যা‌গের ওজন অন্তত একশত পচাত্তর কে‌জি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ