১.
নিক্কণের তালে ঘুরে বেড়াতাম তখন...
দুচোখে স্বপ্ন মাখামাখি ভিড় করে আসতো হাজার,
আদরের আছিলায়, অচেনা চোখ দেখেছি বার বার।
মানে বোঝেনি তখন মন,
তবুও পালিয়ে যেতাম দূরত্বে...
স্মৃতিগুলো বন্দি এখনো নীল খামে,
বদলায়নি কিছুই, চারিদিকে বর্ণচোরার রূপ ধরে–
গন্ধ ছড়ায় আঁষটে।
২.
আকাশী রঙের আঁচল ওড়ে বাতাসে,
তানসেন হতে ইচ্ছে জাগে মনে–
গুনগুনিয়ে সুর তুলি চৌকাঠে বসে,
কান্নার আওয়াজ হয়ে যায় কখন, সুর বদলে
কোনো বৃষ্টির মেঘ আসেনা ভেসে...
দেউড়িতে চাপা পড়ে আছি, মাটির অতলস্পর্শে।
তবুও যদি আসে, পারবেনা ভেজাতে
![]() |
অর্পিতা ঘোষ |
লেখিকা পরিচিতি:- অর্পিতা ঘোষের জন্ম নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে, বসবাস ও করে কৃষ্ণনগরে ।ছোট থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি লেখার ও ঝোঁক ছিল, ছোট থেকেই গল্প কবিতা লেখে,ও ছোটোদের গল্প ছড়া লেখে। বিভিন্ন কাব্য গ্রন্থে , বিভিন্ন সাহিত্য পত্রিকাই , মাসিক পত্রিকায় ও দৈনিক খবরের কাগজে অনেক লেখা প্রকাশিত , বাংলাদেশের পত্রিকা ও দৈনিক কাগজে ও লেখা প্রকাশিত ।
5 মন্তব্যসমূহ
বাহঃ , বাহঃ , বাহঃ
উত্তরমুছুনমতামতের জন্য ধন্যবাদ
মুছুনThis comment has been removed by the author.
উত্তরমুছুনদুর্দান্ত অনবদ্য
উত্তরমুছুনভালো
উত্তরমুছুন