Header Ads Widget


মধ্যবিত্তদের দুয়ারে 'সাম্যের' ভালোবাসা


নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের ফলে স্থবির সারা বিশ্ব।কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। দরিদ্র মানুষদের জন্য এগিয়ে এসেছে নানা সংগঠন এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা। যারা আত্মসম্মান এর ভয়ে সাহায্য চাওয়ার জন্য হাত পাততে পারছে না। তাদের জন্য এগিয়ে এসেছে সেচ্ছাসেবী সংগঠনে "সাম্য"।
সাম্য চালু করেছে নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য হটলাইন। কেউ ফোন দিলেই পরিচয় গোপন রেখে বাসায় পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী। প্রাথমিক ভাবে রাজধানীর উত্তরা, উত্তরখান এবং দক্ষিনখানে এই কার্যক্রম চলছে।
এ ব্যাপারে " সাম্যর" সভাপতি হারিছুর রহমান রিয়াজ বলেন, আমরা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর জন্য কাজ করে যাচ্ছি কারণ সব সংগঠনই দরিদ্রদের নিয়ে কাজ করছে কিন্তু নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা লজ্জায় কারো কাছে খাদ্য সামগ্রী চাইতে পারছে না।তাই তাদের পরিচয় গোপন রেখে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের হটলাইনে অনেক মানুষ যোগাযোগ করছে, গতকাল ২৫ টির বেশি পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আজও চলছে বিভিন্ন স্থানে ত্রাণ পৌঁছে দেয়ার কর্মযজ্ঞ৷ তবে আমাদের ফান্ড ও খাদ্য সামগ্রী দ্রুত ফুরিয়ে আসছে, তাই সমাজের বিত্তবান ব্যাক্তিরা এগিয়ে আসার অনুরোধ রইলো।
তাছাড়াও আমাদের আরো কিছু কার্যক্রম চলছে, তার মধ্যে বিভিন্ন জনবহুল স্থানে জীবানুনাশক স্প্রে করা, মানুষ জনকে সচেতন করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি । জরুরি বিপনি-বিতানে পণ্য ক্রয় করতে আসা মানুষদের সামাজিক দূরত্ব নিশ্চিতে আজ সব দোকানে দোকানে করে দেয়া হয়েছে সার্কেল।
এছাড়াও মানুষের পাশাপাশি অসহায় হয়ে পড়েছে প্রাণীকুল৷ হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় অভুক্তই রয়ে যাচ্ছে প্রাণীগুলো । এদের কথা চিন্তা করেও সাম্য নিয়েছে রাস্তার পশু দের খাবারের দ্বায়িত্ব৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ