Header Ads Widget


জেলা প্রশাসক বরাবর কাপাসিয়া ডিগ্রি কলেজের অনার্স শিক্ষক এর খোলা চিঠি

 
 
বরাবর,
জেলা প্রশাসক, গাজীপুর ও সভাপতি, কাপাসিয়া ডিগ্রি কলেজ।
বিষয়: বেতনের জন্য আবেদন।
স্যার,
আমরা কাপাসিয়া ডিগ্রি কলেজের অনার্স শিক্ষক, আমরা সরকারী বেতন পাইনা। কলেজ অংশের বেতন দিয়ে আমাদের পিতামাতা, সন্তানাদি ও পরিবার নিয়ে কস্টকরে জীবনযাপন করতে হয়। আমি নিজেও ডাইবেটিস রোগী। বর্তমান করোনাভাইরাস মহামারির বাস্তবতায় না খেয়ে ও বিনা চিকিৎসায় মৃত্যুকে বরন করতে হবে। এখন মৃত্যুকে বরন করতে হবে যদিও এটা পাপ কিন্ত কি করার আছে যদি পরিবারের চাহিদা না মিটাতে পারি।
অতএব স্যার আমাদের বাচাঁন, আমাদের পরিবারকে বাচঁতে দিন।
নিবেদক
কাজী বোরহান উদ্দিন
কাপাসিয়া ডিগ্রি কলেজ, গাজীপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ