শেখ মনিরুজ্জামান মনু কয়রা(খুলনা) থেকে:- কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিএমএ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ শহিদ উল্যাহর পক্ষে গত ১২ এপ্রিল খাদ্য সহায়তা,সাবান,মাক্স ও লিফলেট বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আ’লীগের সদস্য মোহাম্মদ আলমগীর হোসাইন,কয়রা উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুর রাজ্জাক,বাগালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,৯ নং ওয়ার্ডের সভাপতি লুৎফর রহমান ও আকরাম হোসেন প্রমুখ। করোনা পরিস্থিতি নিয়ে অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ শহিদ উল্ল্যাহ বলেন,দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাস যে ভাবে ছড়িয়ে পড়েছে তাতে আমরাও বেশ ক্ষতির সন্মুখীন হতে পারি । তবে মানুষ সচেতন হলে স্বাস্থ্যবিধি মেনে চললে ক্ষয়-ক্ষতির হাত থেকে রেহাই পেতে পারে। এখন সবচেয়ে গুরত্বপুর্ন বিষয় হলো পারস্পরিক সামাজিক দুরত্ব বজায় রাখা,নিয়মিত সাবান দিয়ে হাত-নাকমুখ ধোয়া,নিজ বাড়ি অফিস পরিস্কার পরিচ্ছন্ন রাখা। প্রয়োজনে মুখে মাক্স ব্যবহার করা। তিনি আরও বলেন,সর্দি,জ্বর,কাশি ও শ্বাস কষ্ট হলে চিকিৎসকের পরামর্শে তার করোনা পরীক্ষা করা দরকার। বর্তমানে ঢাকা,খুলনাসহ দেশের ২০ টির ও বেশী অধিক স্থানে এখন করোনা পরীক্ষা হচ্ছে। তাছাড়া প্রতিটি জেলায় এখন সরকার এই রোগের চিকিৎসার জন্য সরকার যাবতীয় ব্যাবস্থা গ্রহন করেছে। সুতারাং আতংকিত না হয়ে সচেতন হওয়া সব চেয়ে জরুরী।
0 মন্তব্যসমূহ