অনলাইন ডেস্ক:- সিরাজগঞ্জের বেলকুচিতে বাবার কাছে খাবার চেয়েও না পেয়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে এক কিশোরী আত্মহত্যা করছে।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের ওয়াবদা খাদের উপর বসবাসরত তাদের ঘরে এ ঘটনা ঘটে। নিহত শিশু আফরোজা খাতুন (১০) ঐ গ্রামের আলম শেখের মেয়ে।
নিহত কিশোরীর পিতা আলম শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'করোনাভাইরাসের কারণে সরকার বাইরে যেতে মানা করেছে। তাই কয়দিন ধরে কাজ করতে পারছি না। বাজারও করতে পারছি না। বিকালে মেয়ে আমার কাছে খাবার চেয়েছে। আমি খাবার দিতে পারিনি। বাড়িতে খাবার না থাকায় রাগ করে ঘরের ভেতরে ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
0 মন্তব্যসমূহ