Header Ads Widget


সাভারে ট্রাফিক পুলিশ করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

প্রতিকি ছবি

সাভারের আমিন বাজারে ট্রাফিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন
সাভার প্রতিনিধি :
সাভারের আমিন বাজারে বসবাসকারী এক ট্রাফিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
 মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নাজমুল হুদা মিঠু।
 করোনা আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ সদস্য সাভারের আমিনবাজারে ৭নং ওয়ার্ডের পাঁচগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাজধানী ঢাকার মোহম্মদপুরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের বাড়িটি লকডাউন করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নাজমুল হুদা মিঠু বলেন, করোনা আক্রান্ত ওই ট্রফিক পুলিশ সদস্য মোহম্মদপুর পশ্চিম ডিভিশনে কর্মরত। তিনি সেখান থেকেই তার নমুনা পরিক্ষা করিয়েছেন এবং তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
এ ঘটনার পর থেকে এলাকাবাসীদের সুরক্ষার জন্য আমিনবাজার এলাকায় তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ