Header Ads Widget


করোনায় বাড়ি ভাড়া মওকুফের দাবিতে নতুনধারার আমরণ অনশন



নিজস্ব প্রতিনিধি :করোনা পরিস্থিতিতে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের দাবিতে সমাজিক দূরত্ব বজায় রেখে নতুনধারা বাংলাদেশের (এনডিবি) আমরণ অনশন মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আখতার ও জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মো. শরীফ।

মোমিন মেহেদী বলেন, নির্মম মহামারি করোনাকালে লকডাউনে আটকে পড়া কোটি মানুষকে বাড়ি ভাড়া সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ না নিলে লকডাউনে অসংখ্য মানুষ হতাশায় জর্জরিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ