Header Ads Widget


লবণ


এইতো এখন দেশজুড়ে
চলছে লবণ সমাচার,
লবণ নিয়ে তুলকালাম
করছে নাকি মজুতদার।

এই খবরে রমেশ বাবু
অনেক বেশি চিন্তিত,
খবরটাতো মিথ্যা রটায়
নয়তো তাৎপর্য মন্ডিত।
তবু রমেশ এই গুজবে
যায় ছুটে খুব জোরে,
বাজার থেকে আনবে লবণ
আনবে কিনে বস্তা ভরে।
হাসি মুখে লবণ নিয়ে
ফিরলো যখন বাসায়,
স্ত্রী তার তেলে বেগুন
আচ্ছামত শাসায়।
তাইতো রমেশ মনের দুঃখে
অভিমানে কাঁদে,
আর কোন দিন নাচবেনা সে
মিথ্যা গুজব ফাঁদে।

কবি - মোঃ ইবাদুল হাসান (ইবু)

  কবিতাটি লেখার সময় কাল ঢাকা, ১৯/১১/২০১৯ ইং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ