Header Ads Widget


পেঁয়াজ - ৩



পেঁয়াজ তুমি দেখতে কেমন
কেমন তোমার রূপ,
তোমার জন্য সারা দেশে
আহাজারি খুব।

এইতো এখন পেঁয়াজ নিয়ে
হুকুম দিলেন রাজা
পেঁয়াজ দিয়ে রাধঁলে পরে
পাবে কঠিন সাজা।
উজির নাজির মন্ত্রী মশাই
প্রচার করে প্রতিদিন,
পেঁয়াজ ছাড়া রাঁধতে হবে
এখন থেকে শিক্ষা নিন।
এই কথাটি মানতে নারাজ
রমেশ বাবুর স্ত্রী,
পেঁয়াজ ছাড়া আসলে বাড়ি
কান্ড ঘটায় বিচ্ছিরি।
তাইতো রমেশ মনের দুঃখে
ভাবছে একা বসে,
পেঁয়াজ ছাড়া ফিরলে বাড়ি
কিযে বিপদ আসে?

কবি - মোঃ ইবাদুল হাসান (ইবু) 

  লেখার সময় কাল - ঢাকা, ১৫/১১/২০১৯ ইং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ