Header Ads Widget


 

বিসিসিসিআইর প্রশাসক হলেন নারগিস মুরশিদা

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদা নিয়োগ পেয়েছেন।

বিসিসিসিআই

বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী, গত ১৬ মার্চ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, নারগিস মুরশিদা তার দায়িত্ব গ্রহণের পর ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে, নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং মন্ত্রণালয়কে অবহিত করবেন। এর পরেই তিনি রোববার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

তথ্য সূত্র: বাংলাদেশ জার্নাল , সংবাদ লিংক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ