সারা দেশে আদালতগুলো ৩৯ লাখ মামলার জট আছে যে কথা বলা হয়, সেটা হয়তো সঠিক নয়। এই সংখ্যা আরও কম বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
মামলার সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, জনগণ দেওয়ানি মামলায় সময় মতো বিচার পায় না। যে কারণে ফৌজদারি মামলা হয়।
আজ শনিবার দুপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আদালতে মামলা (সিআর) হওয়ার পরে কতগুলো তদন্তাধীন, এটা মামলা হিসেবে ধরা হবে কেন? কারণ বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এটাকে পুলিশের তদন্ত কাজ হিসেবে ধরা হবে। তাহলেও কিন্তু মামলা কমে যাবে। মামলার সংখ্যা কমে গেলে আমরা সন্তুষ্ট সেটা আমরা বলছি না। আমি বলছি কোনো সমস্যার সমাধান করতে গেলে যেটা প্রয়োজন সমস্যাটা আসলে কী সেটা দেখতে হবে। আমি যেটা দেখেছি, সমস্যা একটাই—জনগণ দেওয়ানি মামলায় সময় মতো বিচার পায় না। যে কারণে ফৌজদারি মামলা হয়।
সেটাকে বন্ধ করার জন্য হতাশ না হয়ে আমরা যদি উদ্যোগ নিই তাহলে আমার মনে হয়, আমরা মামলার জট কমাতে পারবো। ডিজিটালাইজেশনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। মামলা দায়ের এবং নিষ্পত্তি সহজীকরনে ২ হাজার ২০০ কোটি টাকা খরচে ই-জুডিশিয়ারি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সাক্ষ্য আইন সংশোধন করছি। আমি আশা করি, আমাদের নেওয়া উদ্যোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে মামলার জট কমে আসবে। আসুন আমরা বৈষম্যের কথা না বলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য এক হই, বলেন আইনমন্ত্রী।
0 মন্তব্যসমূহ