আবদুল হামিদ: দেওয়ানী কার্যবিধির ৭ নং আদেশের ১০ নং নিয়মে আরজি ফেরত দেওয়া সম্পর্কে বলা হইয়াছে যে;
১. মামলার যে কোনো পর্যায়ে প্রকৃতপক্ষে যে আদালতে আমলা দায়ের করা উচিত সেই আদালতে আরজি দাখিল করার জন্য উহা ফেরত দেওয়া যাইবে।
২. আরজি ফেরত দেওয়ার সময় বিচারক উহার উপর আরজি দাখিল ও ফেরত দেওয়ার তারিখ, দখিলকারক পক্ষের নাম এবং উহা ফেরত দেওয়ার কারন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি লিপিবদ্ধ করিবেন।
লেখক: জেলা ও দায়রা জজ।
(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)
ঘোষণা
পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর
যে কোন আইনি সেবা পেতে আপনার নাম-ঠিকানা, মোবাইল নাম্বার সহ আপনার সমস্যা বিস্তারিত লিখে আমাদের ই-মেইল করুন ( digitallawfirmlimited@gmail.com ) অথবা নিকটস্থ চেম্বারে সরাসরি চলে আসুন।
ডিজিটাল ল' অ্যান্ড কনসালট্যান্সি ফার্ম লিমিটেড
প্রধান কার্যালয় : উত্তর খামের, কাপাসিয়া, গাজীপুর - ১৭৩০
ই-মেইল : digitallawfirmlimited@gmail.com
মোবাইল: ০১৭১১১১৩৮৫২, ০১৯৫৫৩৭৬১৪৯

0 মন্তব্যসমূহ