Header Ads Widget


পৌর সভার নির্বাচনের তফসিল সোমবারের মধ্যে, ভোট ইভিএমে


অনলাইন ডেস্ক : প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। 
তিনি জানান, প্রথম ধাপের ভোট হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। তবে বিষয়টি কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করছে। 
বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
ইসি সূত্রে জানা গেছে, কমিশনে সম্ভাব্য দুটি তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণার অনুমোদন সংক্রান্ত ফাইল তোলা হয়েছে। ১৭ নভেম্বর বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তাব দেয়া হয়েছে। ইতোমধ্যে ১৭ নভেম্বর পার হয়ে যাওয়ায় ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার বিষয়টি অনুমোদন হতে পারে।  

নির্বাচনের বিষরে ইসির সিনিয়র সচিব বলেন, আগামী রোব বা সোমবার তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোট হতে পারে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে। তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ