Header Ads Widget


সাভারে সড়ক দুর্ঘটনায় ঔষধ বিক্রয় প্রতিনিধি নিহত

 


সাভার প্রতিনিধি :

সাভারের ঢাকা  আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর এলাকায় সোহেল রানা নামের (৩৮) এক ঔষধ বিক্রয় প্রতিনিধি মোটর সাইকেল চালক গাড়ি চাপায় নিহত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে এই দুর্ঘনাটি ঘটে। ওই ব্যক্তি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। 

সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকালে সাভার থেকে মোটরসাইকেল যোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ইউনিমেট ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি সোহেল রানা মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পরে তিনি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। 

বিষয়টি নিশিচত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ