Header Ads Widget


বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে জখম

 


বরিশাল প্রতিনিধি :  জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বরিশালের মাধবপাশা এলাকায় কামাল সরদার নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগর এলাকায় তার নিজ বাড়িতে ঘটে এ ঘটনা। 

তিনি ও তার স্বজনরা আমার দেশের সংবাদ কে জানান, শুক্রবার রাতে কামাল সরদার ঘর থেকে উঠানে বের হয়ে টিউবওয়েলে হাতমুখ ধুতে যান। এসময় প্রতিবেশী সোহেল ঘর থেকে বের হয়ে পূর্ব বিরোধের জের ধরে তর্কে জড়ান। এর একপর্যায় ধারালো দেশী অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। এছাড়া সোহেলের সঙ্গে থাকা সহযোগীরা হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত ভেঙে ফেলে। 

এরপর কামালকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

এব্যাপারে বরিশাল বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারী প্রতিবেশীদের সাথে জমি নিয়ে দুই বছর যাবত বিরোধ চলে আসছিল। এর আগে বিভিন্ন সময় তাদের হুমকি-ধমকিও দেয়া হয় বলে জানান স্বজনরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ