Header Ads Widget


রাজধানীর নিউমার্কেটের বলাকা ভবনের আগুন নিয়ন্ত্রণে



অনলাইন ডেস্ক : রাজধানীর নিউমার্কেট থানা এলাকার মিরপুর রোডের চাঁদনী চক শপিং কমপ্লেক্সের বলাকা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার দুপুর দেড়টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিকেল ৫টা ২০ মিনিটে  বলেন, ‘বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণের কাজ শেষ করেছে। মার্কেটের ভেতরে প্রচুর ধোঁয়া ছিল। ধোঁয়ার জন্য কাজ করতে সমস্যা হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।’

লিমা খানম আরো বলেন, ‘এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ