Header Ads Widget


সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) সভাপতি সাংবাদিক নেতা

রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ৩১ অক্টোবর ২০২০ শনিবার বিএফইউজের দ্বি-বার্ষিক কাউন্সিল ও নিবার্চন হওয়ার কথা রয়েছে। দু’টি প্যানেল এ নির্বাচনে অংশগ্রহণ করছে। একটি প্যানেল বর্তমান সভাপতি গ্রেফতার হওয়া রুহুল আমিন গাজীর নেতৃত্বে এবং অপর প্যানেলটি বর্তমান মহাসচিব এম আবদুল্লাহর নেতৃত্বে হচ্ছে। দুই প্যানেলে ১৮ জন করে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্যানেলে বাহিরেও স্বতন্ত্র প্রার্থী আছেন। নির্বাচনের প্রচারণা বেশ জমে উঠছিলো। আজ রুহুল আমিন গাজীর গ্রেফতারের খবরে বিএফইউজে, প্রেস ক্লাব ও সাংবাদিক কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ