কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির নির্মাণাধীন পাঁচতলা থেকে পড়ে মনিরুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মনিরুল ইসলাম ইবি থানাধীন হরিনারায়রপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর উত্তর পাড়ার খাইরুল ইসলাম (৫৫) এর ছেলে। জানা যায় মনিরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রির কাজ করে আসছে। সেই কাজের সূত্র ধরেই ইবির বিবিএ ফ্যাকাল্টির নির্মাণাধীন কাজ করছে মনিরুল। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মত আজ সকাল ৮ টা থেকে মনিরুল ইসলাম ভবনের ৫ তলায় ঈট গাটার কাজ করছিল। কাজের এক পর্যায়ে সকাল ৯:৩০ মিনিটের দিকে মনিরুল ঈট ভেজানোর জন্য মটোরের পাইপ পেছন দিকে টানতে টানতে পড়ে যায়। পরে সহকর্মীরা দৌড়ে নিচে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিকভাবে ইবি থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান রতনকে জানালে ওসি দ্রুত ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে নিহতের পরিবার এটি একটি দুর্ঘটনা বলে বিনা ময়নাতদন্তে চেয়ে আবেদন করলে মনিরুল ইসলাম এর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইবি ওসি মোঃ মোস্তাফিজুর রহমান রতন।
0 মন্তব্যসমূহ