Header Ads Widget


আশুলিয়ায় সাংবাদিককে ট্রাক চাপায় হত্যার হুমকী, থানায় অভিযোগ

 


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া  প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনকাল রিপোর্টার সাংবাদিক নজরুল ইসলাম মানিক কে ট্রাকচাপায় হত্যার হুমকি দিয়েছে ট্রাক ড্রাইভার ফরহাদ হোসেন।  এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।  

অভিযোগ  সুত্রে জানা গেছে,  সোমবার রাতে নিজ বাড়িতে যাওয়ার  পথে  কাইচাবাড়ি বাতানটেক তিন রাস্তার মোড় থেকে অনুমান ১ শ, গজ সামনে রাত্র অনুমান সাড়ে ১০টায় বাশবাগানে নিকট পৌছলে  ট্রাক চালক ফরহাদ হোসেন ও তার ৪/৫ জন অজ্ঞাত  লোক আমার মোটর সাইকেলের গতিরোধ  করে। এ  সময় তারা বলে,তুই বলে আমার থেকে টাকা আদায় করবি। আর কোনদিন টাকা চাইলে তোর মতো সাংবাদিককে  ট্রাক চাপা দিয়া জন্মেরমত  শিক্ষা দিয়া দিমু। এসময়  সাংবাদিক মানিক  এহেন কর্মকান্ডের প্রতিবাদ করলে তারা মারমুখির চেষ্টা  করলে মানিকের ডাকচিৎকার করলে দ্রুত পালিয়ে যায় ফরহাদ ও তার সহযোগীরা।  এ  ঘটনাটি আশুলিয়া  প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র  সাংবাদিকদের  সাথে আলোচনা করে এবং তাদের পরামর্শে আজ আশুলিয়া  থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ