Header Ads Widget


আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ করেছে তিতাস গ্যাস কর্তপক্ষ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া আমতলা এলাকায় এ অবৈধ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কাম্পানী লিমিটডর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মােঃ সায়েম। অভিযানে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ সদস্যর একটি শ্রমিক দল অংশ নেয়।

এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তপক্ষ জানায়, আশুলিয়ার আমতলা এলাকায় টাকার বিনিময় প্রতিটি বাসা-বাড়িত অবৈধভাব গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। সকাল থেকে তিতাস গ্যাস কর্তপক্ষ ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এছাড়া পাঁচটি মূল পয়েন্ট থেকে মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েক হাজার ফুট পাইপ জব্দ করা হয়। পর ব্যবহৃত রাইজার খুলে নিয়ে লাইনগুলা সিলগালা করে দেওয়া হয়। গ্যাসর পাইপ গুলা ছিলা অত্যান্ত  নিম্নমানের। এসময় এক হাজার পরিবারের মাঝে এ অবৈধ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন করণ করা হয়। এদিক অবৈধ গ্যাস সংযোগের কারণে ওই এলাকার পোশাক কারখানাগুলো ও বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের প্রেসার কম থাকায় দুর্ভােগে পড়েছিলো তারা।

এসময় সংযোগ বিচ্ছিন্ন করণ কালে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিলো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ