Header Ads Widget


“চোর চোর” চিৎকার শুনে দ্রুত নামতে গিয়ে পা পিছলে মৃত্যু


অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তর শাহজাহানপুরে একটি ভবনের জানালা দিয়ে চুরি করা সময় চিৎকার শুনে দ্রুত নামতে গিয়ে চতুর্থ তলা থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সকালে  তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। 

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শহিদুল ইসলাম জানান, উত্তর শাহজাহানপুর এলাকায় একটি ছয়তলা ভবনে চতুর্থ তলায় ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ওই ব্যাক্তির জানালা দিয়ে চুরি করতে যায়। বাসার লোকজন তা টের পেয়ে “চোর চোর” বলে চিৎকার দেয়। এসময় দ্রুত নামতে গিয়ে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা  হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ