Header Ads Widget


পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সেভ দ্য রোডের সমাবেশ


নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন পরিবহন ভাড়া ৬০ ভাগ বৃদ্ধির প্রতিবাদে ‘সেভ দ্য রোড’ নামে একটি সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে ও মহাসচিব শান্তা ফারজানার সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, সরকারিভাবে ভর্তুকি দিয়ে গণপরিবহন ভাড়া স্বাভাবিক রাখার পাশাপাশি স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনা বাহিনীর একটি বিশেষ টিমকে দায়িত্ব দিতে হবে। স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়; সেই লক্ষ্যে অবশ্যই বাস স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি-ঘুষ বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে।

সমাবেশে সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান ও বানাসাস-এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, অনলাইন প্রেস ইউনিটির সদস্য আবু তাহের বাপ্পা, মো. ইউসুফ, শ্রমিকনেতা আবু সুফিয়ান, অনলাইন প্রেস ইউনিটি গাজীপুর শাখা মো. আল আমিন, মো. ঊাবুল, মনোয়ার বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ