Header Ads Widget


বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে

ফাইল ছবি
আমার দেশের সংবাদ ডেস্ক : সংকটের পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন কেটে যাবে এবং সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।
শপিংমলে ভিড় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ঈদকে সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে যাচ্ছে, এছাড়াও কেনাকাটার নামে শপিংমলে অতিরিক্ত ভিড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ সময় সকলকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি।
আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকেই অসহায় গরিব মানুষের পাশে রয়েছে জানিয়ে তাদের ধন্যবাদ দেন কাদের। তিনি আসন্ন ঈদে কর্মহীন বেকার ভাসমান মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
করোনাযুদ্ধে ফ্রন্টলাইনে যারা যুদ্ধ করছেন তাদের মনোবল ও হতাশ না হয়ে সাহসের সাথে কাজ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যুদ্ধে জয়ী হবো ইনশাআল্লাহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ