Header Ads Widget


যাত্রাবাড়ী থানা পুলিশের অমানবিক কান্ড


নিজস্ব প্রতিনিতি: যাত্রাবাড়ী থানার কাজলারপাড় বরফ গ‌লিতে মেম্বা‌রের ভাই আ‌মির হো‌সে‌নের বা‌ড়ি থে‌কে ভাড়া‌টে আলফাজসহ চার‌টি প‌রিবা‌রকে মারধোর করে উ‌চ্ছেদ ক‌রে দি‌য়ে‌ছে। অ‌গ্রিম দেয়া দেড় লাখ টাকাও আর ফেরত দিচ্ছে না আমির। এ ব্যাপা‌রে ভাড়াটেদের পক্ষ থে‌কে গত ৪ মে যাত্রাবাড়ী থানায় জি‌ডি করার পর এসআই শরীফুলকে দ‌া‌য়িত্ব দেয়া হয়। তি‌নি এক সপ্তাহ ঘু‌রি‌য়ে ব‌লে দি‌য়ে‌ছেন থানা পুলিশ ওই জুলুমবাজ বাড়ির মালিক আমি‌রের ব্যাপা‌রে কো‌নো পদ‌ক্ষেপ নিতে পারবে না। এর কারণ হিসেবে জানা যায়, বর্তমান ওসি মাজহারুল ইসলাম ইতিপূর্বে যখন যাত্রাবাড়ী থানার এসআই হিসেবে ছিলেন তখন থেকেই আমির হোসেন তার পার্সোনাল সোর্স হিসেবে দায়িত্ব পালন করতো। সেই সুবাদে মাজহারুল ইসলামের সঙ্গে গভীর সখ্যতা থাকায় এসআই, এএসআই কাউকে পাত্তা দেয় না আমির হোসেন। অথচ মারধোর করে উচ্ছেদ করে দেয়া চারটি পরিবারের অসহায় নারী-পুরুষ-শিশুরা করোনার কঠিন সময়ে রাস্তায় ফুটপাতে, এ বাড়ি ও বাড়িতে আশ্রয় নিয়ে কঠিন জীবন যাপনে বাধ্য হচ্ছে। তাদের ঘরও তালাবদ্ধ করে রাখা হয়েছে। কাপড় চোপরসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই নিতে পারছে না তারা। দশ দিন ধরে অভিন্ন পোশাকে ঘুরছেন ফিরছেন রাস্তায় রাস্তায়---
ভুক্তভোগী আলফাজ উ‌দ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ