Header Ads Widget


নিজের ফেসবুকে মাফ চেয়ে স্ট্যাটাস দেয়ার ২ ঘণ্টার মধ্যেই সাংবাদিকের মৃত্যু


অনলাইন ডেস্ক : নিজের ফেসবুকে মাফ চেয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেয়ার ২ ঘণ্টার মধ্যে চিরবিদায় নিয়ে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।


শুক্রবার রাত দেড়টার দিকে তিনি ফেসবুক ওয়ালে লেখেন,  ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। ‘
 
তাঁর মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন তাঁর সন্তান।


জানা গেছে, গত দুইদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাতের শরীরে করোনা উপসর্গ ছিল।

তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন। এছাড়া তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ