Header Ads Widget


সাভার থানা বিএনপির সভাপতি হাজী মো: মাহমুদুল হাসান আলাল আর নেই


সাভার প্রতিনিধি : সাভার থানা বিএনপির সভাপতি হাজী মো: মাহমুদুল হাসান আলাল (৪৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)।
আজ শুক্রবার(২৯শে মে) বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। 
ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে এর আগে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান তার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (২৮-৫-২০২০) অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাজী মো: মাহমুদুল হাসান আলাল সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের একাধিবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। 
তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাভার উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
তার মৃত্যুতে বিএনটি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 
সাভার থানা বিএনপির সভাপতি হাজী মো: মাহমুদুল হাসান আলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ডা.দেওয়ান মো: সালাহদ্দিন বাবু। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ