Header Ads Widget


অসহায়দের মাঝে সাংবাদিক রিমনের ইফতার ও খাদ্য সহয়তা অব্যাহত


নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাবে দেশের কর্মহীন অসহায় মানুষের পাশে খাবার সামগ্রী নিয়ে শুরু থেকেই রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের ইনভেষ্টিগেটিভ রির্পোটিং সেল এর সিনিয়র রির্পোটার সাঈদুর রহমান রিমন। নিজ অর্থায়নে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবনসহ নিত্য প্রযোজনীয় সামগ্রী উপহার হিসেবে তাদের কাছে পৌছে দিচ্ছেন মাঝে মধ্যেই। কখনো মিরপুরের কোন বস্তিতে, কখনো আরেক বস্তি এলাকায়। সেই পাশে থাকার ধারাবাহিকতায় আজ রবিবার (১০ মে ) ভাটারার কোকাকোলা ও শেখেরটেক বস্তি এলাকায় শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে তিনি এই উপহার সামগ্রী বিতরণ করেন। এর আগে গত ১৩ এপ্রিল রাজধানী মিরপুরে বাউনিয়াবাঁধ, বেগুনটিলা বস্তি ও বিহারী ক্যাম্পের শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে এবং ১৪ এপ্রিল উত্তরা-বিমানবন্দর এলাকার ৪৩টি সাংবাদিক পরিবারে,(১৬ এপ্রিল) বিকেলে বারিধারাস্থ আজিজ সড়ক বালুরমাঠ বস্তি ও বসুন্ধরা গেট সংলগ্ন দুটি বস্তিবাসীর শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে তার উপহার সামগ্রী পৌঁছে দেন। সাংবাদিক সাঈদুর রহমান রিমন বলেন ‘দেশের এই ক্রান্তিলগ্নে আমরা যে যার অবস্থান থেকে যদি অসহায় কর্মহীন দুঃস্থ মানুষের পাশে দাড়াই তবে এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে। আমরা পাশের অসহায় পরিবারকে বাঁচাতে পারলেই বাংলাদেশ বাঁচবে, মনোবল ফিরে পাবে গোটা দেশবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ