Header Ads Widget


সময় চুরি - কামরান চৌধুরী


কবি - কামরান চৌধুরী

কাজের মাঝে লুকিয়ে থাকে আনন্দ অসীম
নিজেকে বিলিয়ে দাও জীবন বড় সসীম।
সময়কে অবহেলা করো না, মুক্তি পাবে না
তার সাথে ভাসিয়ে গা, মানিক তুলে আনো না।
কত যে সময় চুরি হয়ে যায় জীবনের
রাখিনা হিসাব তার পথ চলি মরণের।
যখনই ভাঙে ভুল দু’চোখে দেখিনা কূল
দুঃখ বিলাস করি, করি না যে, তা নির্মূল।
পৃথিবীর রূপ রস গন্ধ যেন রে অনন্ত
ডুব দিয়ে তার মাঝে সুখ মাখো প্রাণবন্ত।
উদাসীন প্রবাহে যে চলতে চায় জীবন
সময়ের রশি দিয়ে বেঁধে রাখো আমরণ।
যা কিছু প্রাপ্তি, অর্জন আর সফলতা শান্তি
সময়কে কাজে বেঁধে, নাও সে স্বাদ প্রশান্তি।


১৬ মে, ২০২০।। শ্যামলী, ঢাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ