Header Ads Widget


বুধবার সকালে আসছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্ফান


অনলাইন ডেস্ক : বাংলাদেশের দিকে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্ফান। এই দুর্যোগ মোকাবেলায় এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। উপকূলের দিকে ধেয়ে আসা আম্ফানের কারণে বুধবার (২০ মে) সকাল ৬টায় মহাবিপদ সংকেত জারি করা হবে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ. এনামুর রহমান। তিনি বলেন, আজ (মঙ্গলবার) রাতের মধ্যে সবাইকে আশ্রয় কেন্দ্রে আনা হবে।
মঙ্গলবার (১৯ মে) ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সরকারের প্রস্তুতি বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা জানান। করোনাকালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আম্ফান মোকাবেলায় সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখতে পারে সেজন্য পর্যাপ্ত সংখ্যক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মোট আশ্রয় কেন্দ্রের সংখ্যা ১২ হাজার ৭৮টি।
বিফ্রিংয়ে প্রতিমন্ত্রী বলেন, মোট আশ্রয় কেন্দ্রগুলোতে ৫১ লাখ ৯০ হাজার লোক থাকতে পারবে। তবে সেখানে আমরা ২০ থেকে ২২ লাখ লোককে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ