Header Ads Widget


পরিহাস - মোঃইবাদুল হাসান (ইবু)


নোনা জলের স্রোতের ধারায়
ভাসিয়ে জীবন ভেলা,
সুখের ধারা হারিয়ে এখন
সঙ্গী স্মৃতির মালা।
জীবন নামের এই যে খেয়া
শুধুই ছুটে চলা,
তীরের খোঁজে বেড়াই ভেসে
কাটিয়ে সারাবেলা।
ব্যথায় ভরা জীবন এখন
ঘুরছি কতকাল,
আর কতদিন রইবো পরে
যন্ত্রণার এই জাল!!
জীবনটা তো এখন শুধু
দুঃখের উপাখ্যান,
বেলা শেষে দাঁড়িয়ে থাকা
সুর হারানো গান।
মেঘে ভাসা জীবন এখন
গল্পে লেখা উপন্যাস,
ঝরে পরা পাপড়ি হওয়া
কেমনতর পরিহাস?
---------------------------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ