Header Ads Widget


নারীর খৎনাকে অপরাধ হিসেবে ঘোষণা করলো সুদান

 
প্রতীকী ছবি।

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ সুদানে নারীর খৎনাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে নারীকে খৎনা করানো হলে তিন বছরের কারাদণ্ড ও জরিমানার আদায় করা হবে জানিয়েছে সুদান সরকার। এদিকে সুদান সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা আফ্রিকার সংগঠনগুলো।
জাতিসংঘের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সুদানে ১০ জনের মধ্যে ৯ জন নারীকেই খৎনা করানো হয়। জানা গেছে, গত ২২ এপ্রিল সুদান সরকার নারীদের খৎনা নিয়ে আইন সংশোধন করে শাস্তির বিধানে অনুমোদন দেয়।
এ বিষয়ে মানবাধিকার সংস্থা ইকুয়ালিটি নাউ'র আফ্রিকা অঞ্চলের পরিচালক ফাইজা মোহামেদ বলেন, বিশ্বে সবচেয়ে বেশি নারী খৎনা সুদানে হয়। নারীদেরকে এই নির্যাতন থেকে রক্ষার জন্য শাস্তি দিতে হবে। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ২০ কোটি নারীকে খৎনা করানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খৎনা করানো হলে নারীদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়াও খৎনার কারণে নারীরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ