Header Ads Widget


আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু করোনায় আক্রান্ত


আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থানার অফিসার-ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) সকালে রিজাউল হক দিপু মুঠোফোনে আমার দেশের সংবাদ কে বিষয়টি নিশ্চিত করেন।
 তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন ও বর্তমানে আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।
রিজাউল হক জানান, গত দুইতিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দেন। পরে আজ সকালে (২৯ মে) জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় পজিটিভ হয়েছেন। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় রোগী সংখ্যা ৩৮৭ জনে দাড়িয়েছে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ৬ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ