Header Ads Widget


‘দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনার সরকার আবারো বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে’

ফাইল ছবি
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনা সরকার আবারো বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা, বেড়িবাঁধ মেরামতসহ সার্বিক পুনর্বাসন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুটো চ্যালেঞ্জ অতিক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহবান জানানো হচ্ছে।
তিনি আরো বলেন, কিছুদিন ধরে অসাবধানতা,সচেতনতার জন্য করেনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে,অহেতুক যেখানে সেখানে সমাগম করে জেনে শুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্বাবধানে ঝড়ের আগে বিভিন্ন জেলার,প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় ২৪ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে নিয়ে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ