Header Ads Widget


আশুলিয়ায় ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত, ১লক্ষ টাকা জরিমানা


আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার তুরাগ মরাগাঙ এলাকায় রাজু ব্রিকস ও আল-আশরাফ ব্রিকস নামের দুই ইট ভাটার মালিককে ১লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
( ৭ এপ্রিল মঙ্গলবার) অনুৃমান ৪ঘটিকার সময় দেশের করোনা ভাইরাস দূর্যোগ মূহুর্তের সময় ইট ভাটা চালু রাখার কারনে আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, এ অভিযান পরিচালনা করেন তিনি বলেন   ১৯৯৫ সালের সংশোধিত আইন ৬ এর(ক)ধারা মোতাবেক ওই দুই ইট ভাটার মালিককে ৫০/হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । এবং মামলা দায়ের করা হয়েছে  যার মামলা নং ১৫/২০২০ এছাড়া আশুলিয়ার কবিরপুর ও বাড়ৈপাড়া এলাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মুদি দোকান খোলার নির্দেশ থাকলেও তা অমান্য করে সন্ধ্যা পর্যন্ত চালানোর কারণে চারটি মুদি দোকানদারকে আরো( ১৩) হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীসহ আশুলিয়া থানা পুলিশ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ