Header Ads Widget


চট্টগ্রামে আইসোলেশনে থাকা মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ'র মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি।
সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার জানান, গতকাল সন্ধ্যায় জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আইসোলেশনে ভর্তি হয়েছিলেন তিনি।
নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে করোনা আক্রান্ত কিনা তা জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ