Header Ads Widget


‘যদি মারা যাই, তাদের লোভের কথা সৃষ্টিকর্তাকে বলে দেব’-ওমর সানি


সমাহার ডেস্ক: যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বদা সরব চিত্রনায়ক ওমর সানি। করোনা পরিস্থিতির মাঝেও গার্মেন্ট চালু করার প্রতিবাদ জানিয়ে এবার স্ট্যাটাস দিলেন তিনি। যেটি এরইমধ্যে বেশ আলোচিত হয়েছে।
ওমর সানি ফেসবুকে লেখেন, ‘আমি যদি মরে যাই, গার্মেন্ট মালিকদের লোভের কথা সৃষ্টিকর্তাকে বলে দেবো। আরও অনেক বাজেভাবে বলতে পারতাম, বললাম না। দেখুন টাকা আছে, সোনাদানা আছে, বিশাল অট্টালিকা আছে, অস্ত্রভাণ্ডার আছে, ক্ষমতাও আছে, কিন্তু কিছু অদৃশ্য শক্তির সঙ্গে পারা যায় না। ভুলের খেসারত কীভাবে দেবো আমরা ঠিক জানি না।’
ফেসবুকে ৬ এপ্রিল তিনি আরও লেখেন, ‘আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ওদের সামনে আমরা কিছুই না। ওরাই করোনাভাইরাস সামাল দিতে পারছে না। সেখানে আমাদের অবস্থান হাস্যকর। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরও অনেক কঠোর হন। যদি দেশের খ্যাতনামা হাসপাতালগুলো করোনাভাইরাসের চিকিৎসা না করে, তাদের লাইসেন্স বাতিল করে দেন। মৃত্যু একদিন হবেই, চিকিৎসা পেয়ে যেন মরতে পারি। আবারও বলছি, আমরা সবাই বাসায় থাকি, নিরাপদ দূরত্ব বজায় রাখি।’
প্রসঙ্গত, গত মাসের ৮ তারিখ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ