Header Ads Widget


করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪


অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে ১১০ জনের মৃত্যু হল। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৮২।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ