Header Ads Widget


করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ৯ জনের শরীরে করোনা মেলেনি

                                               গুড নিউজ 

               করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ৯ জনের শরীরে করোনা মেলেনি



শরীয়তপুর থেকে : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যাওয়া শরীয়তপুরের নড়িয়ার বৃদ্ধের (৯০) সংস্পর্শে আসা নয়জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাঁদের নমুনা পরীক্ষার পর এ কথা জানিয়েছে।
৪ এপ্রিল ওই বৃদ্ধ মারা যান। তাঁর মৃত্যুর পর নড়িয়ায় তাঁর বাড়িসহ ৩৫টি বাড়ি ও একটি বাজার লকডাউন করে স্থানীয় প্রশাসন। তাঁর সংস্পর্শে এসেছিলেন—এমন নয় ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছিল স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
জানতে চাইলে শরীয়তপুরের সিভিল সার্জন আবদুল্লাহ আল মুরাদ বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে যে নয় ব্যক্তি এসেছিলেন, তাঁদের পরীক্ষা করা হয়েছে। তাঁদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ওই নয়জন ছিলে তাঁর পরিবারের সদস্য ও স্বাস্থ্যকর্মী।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে তাঁর স্বজনেরা ১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাঁর সমস্যার কথা শুনে মনে হয়েছিল, তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কোনো সমস্যায় আক্রান্ত। তাঁকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করা হয়। স্বজনেরা সেখানে তাঁকে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে মহাখালীর বক্ষব্যধি হাসপাতালে নেওয়া হয়। তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল তিনি মারা যান। ওই ব্যক্তির এক ছেলে কয়েক মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন। তিনি মাসখানেক আগে ঢাকার মিরপুরে ছেলের বাসায় বেড়াতে যান। গত ২৬ মার্চ তিনি নড়িয়ায় ফেরেন। তিনি ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ