![]() |
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের |
অনলাইন ডেস্ক : দেশে আরো ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। মারা গেছেন পাঁচজন। মোট মৃতের সংখ্যা ৩৯।
সোমবার করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে মোট ৩৯ জনের। নতুন করে তিনজন সুস্থ হয়ে ফিরেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২ জন।
এর আগে রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর একদিনে ১৩৯ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল। গতকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিলো ৩৪ জন।
0 মন্তব্যসমূহ