নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারির এই মহা দুর্যোগে দেশব্যাপি চলমান লকডাউনের এক মাসের মাথায়ই অসহায় হয়ে পরেছে নিম্নবিত্তরা। কাজ বন্ধ হয়ে যাওয়ায় দিন আনে দিন খায় মানুষ গুলো পরেছে সবচেয়ে বিপাকে। করোনা ভাইরাসের আতংকের কারনে ভিক্ষুকেরাও আজ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে পারছে না। তাই অন্যদের মতই ভিক্ষুকেরাও আজ অসহায়।
এমন খবর জানার পর তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়ুবুর রহমান সিকদার এর ছোট ভাই মনির হোসেন সিকদারের নিজস্ব অর্থায়নে আজ অন্যান্য দরিদ্র জনগনের পাশাপাশি ভিক্ষুকদের ঘরে তুহিন সিকদার (সাবেক নির্বাচিত কা.ক.সু নেতা )এর মাধ্যমে পৌছে দিয়েছেন মাহে রমজানের উপহার। অন্ধকার কেটে এই পৃথিবী খুব শীগ্রই আলোর দেখা পাবে, ইনশাল্লাহ। তাই আজ এই করোনা মহামারির সময়ে মনির হোসেন সিকদারের মত সমাজের সকল বিত্তশীলদের এগিয়ে আসার অনুরোধ রইলো।



0 মন্তব্যসমূহ